ওয়াজের খিচুড়ি খেয়ে মাদ্রাসার ৯ শিক্ষার্থী অসুস্থ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:০৯

নড়াইলের ভাদুলীডাঙ্গায় এক ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে মাদ্রাসার নয় শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা একই এলাকার মা ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসায় ছাত্রী।

বৃহস্পতিবার সকালে ওই খিচুড়ি খেয়ে দুপুর ১টার দিকে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- দ্বিতীয় শ্রেণির ছাত্রী শোভা ও হাসি, তৃতীয় শ্রেণির তৃষা, সুরাইয়া, ঋতু, ফাতেমা ও সুমাইয়া এবং পঞ্চম শ্রেণির দিয়া ও সোমা।

অসুস্থ ছাত্রীরা জানায়, সকাল ৯টার দিকে খিচুড়ি খাওয়ার পর দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে পড়ে।

মাদ্রাসার পরিচালক শরিফুল আকবার জানান, বুধবার রাতে ভাদুলীডাঙ্গার পাশে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে খিচুড়ি রান্না হয়। সেই খাবার তাদের মাদ্রাসায়ও সরবরাহ করা হয়। ওয়াজ মাহফিলের সেই খিচুড়ি বৃহস্পতিবার সকালে মাদ্রাসা শিক্ষক নাহার বেগম ও আসমা খাতুনসহ ২৫ জন শিক্ষার্থী খায়। সকাল ৯টায় খাবার খাওয়ার পর দুপুরে নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। তবে, দুই শিক্ষকসহ অন্য শিক্ষার্থীরা সুস্থ আছেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পথিক বিশ্বাস জানান, খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :