বাংলাবান্ধা স্থলবন্দরের সমস্যা নিরসনে সভা

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:৩৫

দেশের অন্যতম বৃহৎ বাংলাবান্ধা স্থলবন্দরের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় তেঁতুলিয়া প্রশাসনের আয়োজনে স্থলবন্দর ভবনে এ সভা হয়। এতে নির্বাহী অফিসার সানিউল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলউম খান ওয়ারসি, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদ, বিজিবির এডি ইমাম হোসেন, আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাপা’র সভাপতি মোখলেছুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র রায় প্রমুখ।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দরের কর্মকর্তা, চেম্বার অব কমার্স, সিএন্ডএফ, তেঁতুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মোজাব চেয়ারম্যান এস.কে দোয়েলসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

মতবিনিময় সভায় বাংলাবান্ধা বন্দরের ইমিগ্রেশন বিষয়ে যাত্রী হয়রানিসহ নানান সমস্যা সমাধান লক্ষে আলোচনা করা হয়। এ সময় প্রশ্নোত্তরের জেলা প্রেস ক্লাবের সভাপতি এ রহমান মুকুল ও তেঁতুলিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম আতিকুজ্জামান শাকিল বন্দরের যাত্রী হয়রানির বিষয়ে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। পরে তা সমাধানের আশ্বাস দেয়া হয় এবং বন্দরটি ব্যবসা-বাণিজ্যের প্রসারতায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :