জিয়ানগরে নবীন বরণ ও পিঠা উৎসব

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইম
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ২৩:৫০

পিরোজপুরের জিয়ানগরে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীনবরণ, পৌষ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহবায়ক মো. আসাদুল কবির তালুকদার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাকির আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদা, ইন্দুরকানী থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবেরা সুলতানা, ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. নাসির হায়দার, মো. হেমায়েত হাওলাদার, জিয়ানগর, প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক খান মো. নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এছাড়া, পৌষ মেলা ও পিঠা উৎসবে ৫টি স্টলে ভাপা কুলি, ভিজা চিতই পিঠা, লজ্জাফুল, চালতা ফুল, পাকাম পিঠা, শুকনা চিতই, ভাপা পিঠা, সুজির পিঠা, সাবু পিঠা, পাটি সাপটা, কড়ি শীতকালী পিঠাসহ নানা রকম পিঠার প্রদর্শন করা হয়।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :