বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১০:০৯ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৭, ১০:০৭

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমায় গত দুই দিনে মোট পাঁচজনের মৃত্যু হলো।

মৃতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার জানু ফকির, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফজলুল হক ও সাতক্ষীরার আব্দুস সাত্তার। এর আগে মানিকগঞ্জের সাহেব আলী এবং কক্সবাজারের হোসেন আলী মারা যায়। বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণ তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন মুসল্লি বিশ্ব ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গতকালই নিহতদের মরদেহ তাদের গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মামুন অর রশিদ জানান, গতকাল বিকালে আব্দুস সাত্তার ও সন্ধ্যায় পর জানু ফকিরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।

শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে বিদেশি মেহমানসহ কয়েক লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরের বিশাল শামিয়ানার নিচে আশ্রয় নিয়েছেন।

দুই ভাগে বিভক্ত এবারের ইজতেমার প্রথম পর্বে ১৭ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :