ফরিদপুরে মাসব্যাপী জসীম পল্লী মেলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৭:৩৫ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৭, ১২:১৬

ফরিদপুরে মাসব্যাপী জসীম পল্লী মেলার উদ্বোধন করা হবে শুক্রবার বিকালে। শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লী কবির বাড়িসংলগ্ন কুমার নদের পাড়ে জসীম উদ্যানে মেলা উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুরের জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের সভাপতি উম্মে সালমা তানজিয়া জানান, পল্লীকবি জসীমউদদীনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর জসীম উদ্যানে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জসীম পল্লী মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

তিনি বলেন, সার্কাস, পুতুল নাচ, মোটর সাইকেল খেলা, শিশুদের জন্য নাগর দোলার মতো মজার আয়োজন এই বছরও করা হয়েছে।

ফরিদপুরবাসীর পাশাপাশি অন্য জেলার মানুষকেও আকৃষ্ট করে থাকে এ মেলা। ১৬৫টি স্টলে গ্রামীণ সাংস্কৃতির নানা উপাদান প্রদর্শন ও বিকি-কিনির সাথে দেশি খাবার বিক্রিরও দোকান রয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যার পর থেকে মেলার প্রান্তে জসীম মঞ্চে স্থানীয় ও অন্য জেলাগুলোর নাট্যদল, গানের দল ও সাহিত্য সংগঠনগুলোর মনোরম পরিবেশনার আয়োজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :