পিরোজপুরে ১৫ মণ জাটকা জব্দ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৭, ১৭:২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালীর জুনিয়া গ্রাম সংলগ্ন কচা নদী থেকে একটি মাছের ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এসময় ট্রলারসহ ১৫ মণ জাটক জব্দ ও অর্থদণ্ড প্রদান করেন পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শুক্রবার দুপুরে কোস্টগার্ডের পেটি অফিসার মো. আকতারুল ইসলামের নেতৃত্বে ভাণ্ডারিয়ার জুনিয়া গ্রামের কচাঁ নদী থেকে ট্রলারটি আটক করা হয়। আটক ট্রলার থেকে প্রায় ১৫ মণ জাটকা ইলিশ (ছোট) জব্দ করা হয়।

ভাণ্ডারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, বরগুনা জেলার মহিপুর থেকে একটি মাছের ট্রলার পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে আসছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ট্রলারসহ বিপুল পরিমাণ জাটক উদ্ধার হয়েছে।

পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ আকঞ্জী ট্রলারের জেলে আব্দুল মোতালেবকে ৫ হাজার টাকা জরিমানা ও উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় দুঃস্থদের মাঝে বিলিয়ে দেয়।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :