তাবলিগে এসে সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

সৈয়দ মাহ্ফুজ রহমান, পিরোজপুর
| আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২২:০০ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৭, ২১:৫৫

পিরোজপুরের কাউখালী উপজেলায় তাবলিগ জামায়াতে এসে অসুস্থ হয়ে বগুড়া জেলা শহরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রফিকুল আলম তালুকদারের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শুক্রবার দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর জামে মসজিদে তার মৃত্যু হয়।

কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঢাকাটাইমসকে জানান, গত ৭ জানুয়ারি তাবলিগ জামায়াতের একটি দল কাউখালীতে আসে। তারা উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর জামে মসজিদে অবস্থান করছেন।

শুক্রবার দুপুরে রফিকুল আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অপর সাথিরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মরদেহ বগুড়ার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ওসি।

মৃত রফিকুল আলম তালুকদার বগুড়া উপ-শহরের মৃত আব্দুল লতিফ হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :