ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে আমদানিকারককে চিঠি

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৭, ১৬:০১

মংলা বন্দর চ্যানেলের বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এক হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যাওয়া জাহাজ এমভি আইজগাঁতির অবস্থান শনাক্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। এই দুর্ঘটনায় বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচলে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে ডুবে যাওয়া কয়লা বোঝাই কোস্টারটি দ্রুত তুলে ফেলতে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স নওয়াপাড়া ট্রেডার্সকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ বলেন, শুক্রবার সকাল আটটা নাগাদ বন্দর চ্যানেলের বাইরে বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টের ২৫ কিলোমিটার দূরে কয়লা বোঝাই এমভি আইজগাঁতি কোস্টারটি ডুবে যায়। এটি বর্তমানে ফেয়ারওয়ের ১০ নাম্বার বয়ার ৮৪০ মিটার দূরে পশ্চিম পাশে রয়েছে। চ্যানেলের বাইরে হওয়ায় পণ্যবাহী জাহাজ বন্দরে আসা যাওয়ায় কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫টি দেশি বিদেশি জাহাজ বন্দরে নোঙর করেছে।

তিনি আরও বলেন, চ্যানেলটি ঠিক রাখতে দ্রুত ডুবে যাওয়া কোস্টারটি তুলে ফেলতে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স নওয়াপাড়া ট্রেডার্সকে চিঠি দেয়া হয়েছে। তারা ডুবে যাওয়া এমভি আইজগাঁতি নামে কোস্টারটি তুলতে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে বলে আমাদের জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, কয়লাবোঝাই কোস্টারটি সুন্দরবন থেকে অনেক দূরে বঙ্গোপসাগরে ডুবেছে। এতে বনের ওপর তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।

খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলীপ কুমার দত্ত বলেন, যে অংশে কয়লা বোঝাই কোস্টারটি ডুবেছে তা সুন্দরবনের বেশ বাইরে। তবে যেহেতু জোয়ার ভাটা রয়েছে তাতে কয়লা জোয়ারের সাথে সুন্দরবনের নদীখালে আসতে পারে। বিভিন্ন সময়ে মংলা বন্দরে ভেড়া তেলবাহী ট্যাংকার, কয়লাবাহী কোস্টার সুন্দরবনের নদীখালে ডোবার ঘটনা ঘটেছে তাই আমদানিকারকদের এসব পরিবেশ দূষণকারী ভারী যানবাহন ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

যশোরের নওয়াপাড়া এলাকার নওয়াপাড়া ট্রেডার্স দক্ষিণ আফ্রিকা থেকে ৪৮ হাজার মেট্রিকটন কয়লা আমদানি করে। এমভি লেডিমেরি নামের একটি জাহাজ ওই কয়লা নিয়ে মংলা উপকূলে পৌঁছে সাগরে নোঙর করে আছে। সেখান থেকে ছোট জাহাজে করে কয়লা নেয়া হচ্ছিল যশোরে।

শুক্রবার সকাল আটটার দিকে জাহাজ থেকে কয়লা নিয়ে এমভি আইজগাঁতি নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সাত নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবোচরে ধাক্কা খেয়ে নৌযানটির তলা ফেটে যায়। পরে ধীরে ধীরে পানি উঠে কোস্টারটি তলিয়ে যায়।

একই সময়ে ফ্লাইঅ্যাশ নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল বসুন্ধরা-৩৭ নামের আরেকটি কোস্টার। তারা ডুবতে থাকা এমভি আইজগাঁতির ১২ জন নাবিক ও চারজন নিরাপত্তা কর্মীর সবাইকে উদ্ধার করে বলে জানিয়েছিলেন স্টিভেডরস্ প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্সের সত্বাধিকারী এইচ এম দুলাল।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :