মির্জাপুরে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৬:৪৬ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৭, ১৬:৩০

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চাও- তবে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে।

তিনি শনিবার সকালে মির্জাপুর কলেজের ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগ ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল উপজেলা ছাত্রলীগ সভাপতি খন্দকার নাঈম হোসেন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।

পরে প্রধান অতিথি কলেজের দেড় শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :