মির্জাপুরে ফেনসিডিল-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
| আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৯:২৭ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৭, ১৯:১১

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন-নুর আলম ও উজ্জল মিয়া।

শুক্রবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ড ও উপজেলা সদরের সরিষাদ্যাইড় গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দেওহাটা ফাাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানিয়েছেন, দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিলসহ নুর আলমকে গ্রেপ্তার করা হয়। নুর আলম পাবনা জেলার ইশ্বরদী উপজেলার আমবাগান গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

অপরদিকে রাতের একই সময়ে উপজেলা সদরের সরিষাদ্যাইড় গ্রাম থেকে ৪৯ পিস ইয়াবাসহ উজ্জলকে গ্রেপ্তার করা হয়। উজ্জল সরিষাদ্যাইড় গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এ ব্যাপারে মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিকদের মাদক মামলায় শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :