কিশোরগঞ্জে দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০০:১৬ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৭, ২০:২৫

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার দুই শতাধিক কওমি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা আজহার আলী আনোয়ার শাহ।

ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শুয়াইব আ. রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফেজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ, সেক্রেটারি হাফেজ আজম, আন্তর্জাতিক ক্বারী মাওলানা আবু সালেহ মুসা, হাফেজ দোলোয়ার হোসেন আশরাফ, হাফেজ ক্বারী সিদ্দিকুর রহমান, জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমেদ রাশিদ, শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব প্রমুখ।

প্রতিযোগিতায় পাঁচ পারা গ্রুপে ১৫ জন, ১০ পারা গ্রুপে ১৫ জন, ২০ পারা গ্রুপে ১৫ জন ও ৩০ পারা গ্রুপে ১৫ জনকে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম পুরস্কার দেয়া হয় ৩২ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ। এছাড়াও যারা অংশ নিয়েছে সবাইকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়েছে।

হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব জানান, এবারের প্রতিযোগিতায় ঢাকা থেকে আগত ৩৪ জন ও জেলা হতে ১০ জন হাফেজ বিচারকের দায়িত্ব পালন করেন।

জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মাওলানা আজহার আলী আনোয়ার শাহ জানান, কোরআানের চর্চা প্রতিযোগিতা শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেছে। দেশব্যাপী এ প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। কিশোরগঞ্জেও অত্যন্ত সুন্দরভাবে তা সম্পন্ন হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :