ভোলায় বাস চাপায় স্কুলছাত্রী নিহত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৭, ২০:২৯

ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মাহবুবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাহবুবা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চরগুমানী গ্রামের বাসিন্দা হাফেজ আবুল কাসেমের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কয়েক ঘণ্টা ধরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে, আগুন জ¦ালিয়ে অবরোধ করে রাখে। এসময় তারা শিশু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

উত্তেজিত জনতা ওই সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। অপররদিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখায় ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে ঘুইংগারহাট এলাকায় বাস দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়। পরে স্থানীয়রা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :