সাত খুন মামলার রায়: নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৭, ২০:৪২

বহুল আলোচিত সাত খুনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। আগামীকাল এই রায় ঘোষণা করা হবে।

জেলা পুলিশ সুপার মঈনুল হক রবিবার বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং করেন।

পুলিশ সুপার জানান, নিরাপত্তার জন্য পোশাকে ও সাদা পোশাকে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। আসামিদের যে রাস্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে নিয়ে আসা হবে সে রাস্তায় নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি এবং বিজয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা মধ্যে রাখা হবে। সাত খুনের শিকার পরিবারের স্বজন ও তাদের আত্মীয়-স্বজনদের নজরে রাখা হচ্ছে বলেও জানান এসপি।

পুলিশ সুপার বলেন, রায়ের পর যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, রবিবার বিকাল থেকে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসপি বলেন, রায় থেকে শুরু করে পরবর্তী সব প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয় সে বিষয়টিও তারা নিশ্চিত করবেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :