স্বয়ংচালিত গাড়ি আনছে নিশান

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৭, ১০:৫৮

স্বয়ংচালিত গাড়ি আনছে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নিশান। ফেব্রুয়ারি থেকে এই গাড়ি যুক্তরাজ্যের সড়কে চলবে। পরীক্ষামূলকভাবে এই গাড়ি সড়কে চালানো হবে। এটি নিশানে লিফ ইলেকট্রিক কার।

যুক্তরাজ্যের শহরকে পরিচ্ছন্ন রাখতে নিশান স্বয়ংচালিত ইলেকট্রিক কার উৎপাদন ও পরিচালনার উদ্যোগ নিয়েছে। নিশান তাদের তাদের স্বয়ংচালিত গাড়িতে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটাবে।

নিশান জানিয়েছে, লন্ডন শহরের ইউরোপিয়ান রোডে এই গাড়ির পরীক্ষা করা হবে।

এ নিয়ে নিশান ইউরোপের চেয়ারম্যান পল উইলকক্স বলেন, ‘আর মাত্র কয়েক সপ্তাহ। তার পরেই নিশান স্বয়ংচালিত ইলেকট্রিক কার লন্ডনের সড়কে চালাবে।’

নিশান জাপানের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এই প্রথম প্রতিষ্ঠান স্বয়ংচালিত ইলেকট্রিক কার সড়কে পরীক্ষা চালাতে যাচ্ছে। এর আগে গুগল স্বয়ংচালিত কার নিয়ে যুক্তরাষ্ট্রের সড়কে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল। কিন্তু তারা তেমন সফলতার ‍মুখ দেখতে পারেনি। কেননা, বেশ কয়েকবার দুর্ঘটনার মুখে পরে গুগলের এই গাড়ি।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :