পর্তুগালে সিলেট বিভাগীয় যুব পরিষদের কমিটি

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:২৯

পর্তুগালের প্রবাসী যুব সমাজকে নিয়ে এক সাথে সুন্দর বাংলাদেশি সমাজ বিনির্মাণের প্রত্যয়কে সামনে রেখে বৃহত্তর সিলেট বিভাগীয় সম্মিলিত যুব পরিষদের (সযুপ) এক বছর মেয়াদী নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় ফুড গার্ডেন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- নবগঠিত কমিটির আহবায়ক মাহবুব সুয়েদ।

সদস্য সচিব শেখ খালেদ আহমদ মিনহাজের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক আমিরুল হক মেম্বার। অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের এ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক সায়েফ আহমদ সুইট, আহমদ আলী প্রমুখ।

আহবায়ক মাহবুব সুয়েদ তার বক্তব্যে বলেন, সাগর কন্যা লিসবনে বসবাসরত শান্তিকামী বৃহত্তর সিলেটের যুব সমাজকে এক প্লাটফর্মে নিয়ে এসে ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনের মানসে এ সংঠনের যাত্রা শুরু এবং তার মাধ্যমে বৃহত্তর সিলেটের যুব সমাজ নিজেদের কল্যাণে ভূমিকা পালন করে যাবে। কথা নয়, কাজের মাধ্যমেই আমাদের প্রমাণ করতে হবে আমরা বৃহত্তর সিলেটের সন্তান। বিপুলসংখ্যক প্রবাসী সিলেটের যুব সমাজের উপস্থিতিতে আগামী এক বছরের জন্যে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সভার সভাপতি ও সংগঠনের আহবায়ক মাহবুব সুয়েদ।

লিসবনে বৃহত্তর সিলেটের উদীয়মান যুবনেতা শেখ খালেদ আহমেদ মিনহাজকে সভাপতি, সাবেক ছাত্রনেতা সায়েফ আহমদ সুইটকে সিনিয়র সহ সভাপতি, তানভীর গাজী, আমিরুল হক, ফরিদ আহমদ ফাহিম, মুজাহিদুল ইসলাম বাবলু, মুকিমকে সহ-সভাপতি, আবু তাহের সুমনকে সাধারণ সম্পাদক, কবিরুল ইসলাম, শানুর আহম্মদ, নুরুল ইসলাম জুলহাসকে যুগ্ম সাধারণ সম্পাদক, শামিম আহমদকে সাংগঠনিক সম্পাদক, আলী আহমদ সুমন ও জাহেদ আহমদকে সহ সাংগঠনিক সম্পাদক, শাহিন আফছারকে দফতর সম্পাদক, জাকির হোসেনকে প্রচার সম্পাদক করে এক বছরের জন্যে ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরো ছিলেন- নজরুল ইসলাম মাছুম, রুবেল আহমদ, ইমদাদুল হক, রউফ চৌধুরী, মুস্তাফিজ ছোটন, জামিল আহমদ, সাবির ইসলাম, মোহাম্মদ সাজু ও আবু করিম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :