পরোপকারীরা আল্লাহর প্রিয়

ইসলাম ডেস্ক
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৭, ২২:৪৩

অন্যের জন্য কিছু করা মানবিক গুণ। মানবতার ধর্ম ইসলামে এই গুণটি বিশেষভাবে প্রশংসনীয়। ‘মানুষ মানুষের জন্য’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বিপদে অন্যের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। নিজের জন্য ত্যাগ স্বীকার করতে পারে সবাই, কিন্তু পরের জন্য কিছু করার মতো উদারতা ও মহত্ব ক’জনের আছে। যারা অন্যের উপকার কারে তারা আল্লাহর প্রিয়। আল্লাহ যেমন উদার ও মহামহিম তেমনি এই গুণ যার মধ্যে আছে তাকে পছন্দ করেন। কোরানে বলা হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ তায়ালা ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে নিষেধ করেন।’ পরোপকার দ্বারা সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের সঙ্গে সদয় ব্যবহার ও দয়া করে না, আল্লাহ তায়ালাও তার সঙ্গে সদয় ব্যবহার এবং দয়া দেখাবেন না।’ অন্য হাদিসে আছে, ‘আমার উম্মতের বহু লোক নামাজ ও রোজার আধিক্যের কারণে জান্নাতে যাবে না। বরং আল্লাহ তায়ালা তাদের অন্তরের পরিশুদ্ধতা, আন্তরিকতা, দানশীলতা ও সব মুসলমানের প্রতি দয়ার্র্দ্র হওয়ার কারণে তাদের প্রতি করুণা করবেন। ফলে তারা জান্নাতে যাবে।’

পরোপকারের মূর্তপ্রতীক ছিলেন আমাদের প্রিয়নবী (সা.)। মানুষের উপকার করতে পারলে তিনি খুব আনন্দিত হতেন। অপরের দুঃখে তিনি দুঃখিত হতেন। কারো চোখে পানি দেখলে তিনি কেঁদে ফেলতেন। নিজে না খেয়ে, না পরে অন্যকে খাওয়াতেন, পরাতেন। তেমনি এই শিক্ষা গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম (রা.)। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মদিনার আনসাররা তাদের অর্থ-সম্পদ, জায়গা-জমি, বাড়িঘরসহ সব ধরনের উপকরণ দিয়ে সাহায্য করে পরোপকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। হাদিসে আছে, ‘মুসলমান মুসলমানের ভাই, সে তার ওপর জুলুম করবে না এবং তাকে ধ্বংসের দিকে ফেলে দেবে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাবে সাহায্য করবে, আল্লাহ তায়ালা তার অভাবে সাহায্য করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ-কষ্ট দূর করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার বিপদগুলোর কোনো একটি বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।’ এ জন্য এই মহৎ গুণটি প্রত্যেক মুসলমানের মধ্যে থাকা চাই।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :