রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১১:৫২ | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৭, ১১:৩৬

বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার রায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ছয়টা ২০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজীবের অকাল মৃত্যুতে জেলা প্রশাসন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

১৯৮১ সালের ১৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মাস্টারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রশাসনের এই কর্মকর্তা। গ্রামের বাড়িতে রাজীবের শেষকৃত্য সম্পন্ন হবে।

তার স্ত্রী অনিন্দিতা রায়ও বর্তমানে বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজিব রায় ও অনিন্দিতা রায় দম্পত্তির দুটি সন্তান রয়েছে। ছোট জনের বয়স ছয় মাস এবং বড়জনের চার বছর।

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ^াস বলেন, এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার রায় অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রাজীব স্থানীয় চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার কিডনি রোগ ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ছয়টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাজীব ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২৭তম ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে প্রশাসনে যোগদেন। পরে তিনি ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার অব পাবলিক পলিসি ডিগ্রি সম্পন্ন করেন। রাজীব রায় ২০১৫ সালের ২৩ জুলাই ইউএনও হিসাবে পদোন্নতি পেয়ে বাগেরহাটের রামপালে যোগ দেন। ইউএনও হিসাবে যোগদানের আগে তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মোমিনুর রশীদ বলেন, প্রশাসনের এই কর্মকর্তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। রাজীবের মরদেহ হেলিকপ্টার যোগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হচ্ছে। সেখানে খুলনা ও বাগেরহাট প্রশাসনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি লালমনিরহাটের মাস্টারপাড়ায় নেওয়া হবে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :