পদোন্নতি পাওয়া ৩৩ অতিরিক্ত পুলিশ সুপারের পদায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:৪১

সদ্য পদোন্নতি পাওয়া ৩৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদায়নের এ তথ্য জানানো হয়।

সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ঢাকা সিআইডির জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিমকে বরিশাল গৌরনদী সার্কেলে, ঢাকা এসবির মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ঢাকার পিআইবিতে, ঢাকা আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের মো. জাহেদ পারভেজ চৌধুরীকে ঢাকার পিআইবিতে, খাগড়াছড়ির সদর সার্কেলের তাহসিন মাসরুফ হোসেন মাশফিকে বান্দরবান ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মো. আমিনুল ইসলামকে পঞ্চগড় সদর সার্কেলে, হবিগঞ্জ ইনসার্ভি ট্রেনিং সেন্টারের সুদীপ্ত রায়কে হবিগঞ্জ ইনসার্ভি ট্রেনিং সেন্টারে, ঢাকা এসবির মো. দেলোয়ার হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলে, রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিসের সোহেল আহমেদকে রাজশাহী ডিআইজি রেঞ্জ অফিসে, ডিএমপির রহমত উল্লাহ চৌধুরীকে ডিএমপিতে, ভোলা সদর সার্কেলের মো. মামুনুর রশীদকে জয়পুরহাট সদর সার্কেলে পদায়ন করা হয়েছে।

অপর দিকে চট্রগ্রাম মহানগর পুলিশের সিএমপির মোহাম্মদ ইকবাল হাসান চৌধুরীকে কুড়িগ্রাম সদর সার্কেলে, ডিএমপির মো. জাহাঙ্গীর আলমকে ডিএমপিতে, ডিএমপির মো. আফজাল হোসেনকে চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেলে, হাইওয়ে পুলিশের শৈলেন চাকমাকে হবিগঞ্জের বানিয়াচং সার্কেলে, ডিএমপির আবু ইউছুফকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে, বগড়া গাবতলী সার্কেলের মো. গাজিউর রহমানকে দিনাজপুর সদর সার্কেলে, নারায়ণগঞ্জ সদর সার্কেলের লিমন রায়কে নওগাঁ সদর সার্কেলে, ডিএমপির লিপি সাহাকে সুনামগঞ্জের সদর সার্কেলে, ঢাকা এসপিবিএনের ফাহমিদা হক শেলীকে সিরাজগঞ্জ শাহজাদপুর সার্কেলে, শেরপুর সদর সার্কেলের আবদুল্লাহ বিন কালামকে গাইবান্ধা বি সার্কেলে, ডিএমপির নুসরাত জাহান মুক্তাকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

এদিকে ঢাকা এসবির ইভানা পারভীনকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী ডিআইজি অফিসের মো. মনিরুল ইসলামকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি), ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের তরিকুর রহমানকে ঢাকার সাভার সার্কেলে, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. তরিকুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর সার্কেলে, চট্রগ্রাম নবম আমর্ড পুলিশ ব্যাটালিয়নের শচীন চাকমাকে সিএমপিতে, ঢাকা এসবির নাসির আহম্মেদ সিকদারকে ঢাকা পিআইবিতে, ঢাকা এসবির মোহাম্মদ মোজাম্মেল হককে ঢাকার এসবিতে, শেরপুরের মোহাম্মদ সালাহউদ্দিন শিকদারকে চট্রগ্রাম জেলায়, খুলনা মহানগর পুলিশের (কেএমপির) শেখ মনিরুজ্জামান মিঠুকে বাগেরহাট মোড়লগঞ্জ সার্কেলে, জয়পুরহাট সদর সার্কেলের অশোক কুমার কুমারকে নীলফামারী সদর সার্কেলে এবং র‌্যাবের মো. শাহজাহান হোসেনকে ঢাকার পিআইবিতে পদায়ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

ডিএমপির ছয় এডিসি-এসিকে বদলি

জিএমপির এডিসি খায়রুল আলমের রাজশাহীতে বদলির আদেশ বহাল, ২১ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাব মুখপাত্র মঈন

চাকরি হারালেন এসপি শাহেদ ফেরদৌস, করেছিলেন যে অপরাধ

নির্দিষ্ট সময়ে উদীচীর অনুষ্ঠান শেষ না করা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনভিপ্রেত: ডিএমপি

পিআইবির পরিচালক হলেন কে এম শাখাওয়াত মুন

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

জীবন বীমায় নতুন এমডি, পরিচয় নিবন্ধনে নতুন ডিজি ও মহিলা সংস্থায় ইডি নিয়োগ

ঈদে মোটরসাইকেল নিয়ে ছুটিতে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

এই বিভাগের সব খবর

শিরোনাম :