ঠাকুরগাঁওয়ে বাবা খুনে ছেলের ফাঁসি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:১৫ | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:০১

ঠাকুরগাঁওয়ে বাবা ইদ্রিস আলীকে হত্যার দায়ে ছেলে মোজহারুল ইসলামের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

বুধবার দুপুর ১২টার দিকে ঠাকরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের হাকিম মো. হায়দার আলী এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল মাহাতপাড়া গ্রামে জমিতে শাকের বীজ বপনের জন্য আসামি মোজাহারুল ইসলাম পাঁচ কাঠা জমি প্রস্তুত করেন। ২০১০ সালের ১৩ ডিসেম্বর সকালে ওই জমিতে শাকের পরিবর্তে গম বপন করেন বাবা ইদ্রিস আলী। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে কোদাল দিয়ে বাবাকে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন মোজাহারুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের অপর ছেলে আনছারুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে বালিয়াডাঙ্গী থানার এসআই আজগর আলী ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি মোজাহারুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে মামলাটি নিষ্পত্তির জন্য গত ২০১১ সালের ৩ মার্চ দায়রা জজ আদালতে পাঠানো হয়।

দীর্ঘ শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় মোজাহারুলের ফাঁসির রায় দেন। সেই সাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :