সিরাজদিখানে হাওয়া মেশিন বিস্ফোরণ, নিহত ১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৭, ১৫:২৯| আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৫৮
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাওয়া মেশিন বিস্ফোরণে ফজলুল করিম নামে এক ব্যক্তি নিহত ও মো. শাহীন শেখ নামে আরো একজন আহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে সিরাজদিখান বাজার রোডের মফিজ ইঞ্জিনিয়ারি ওয়ার্কসপ নামে একটি দোকানেিএই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দোকানে একজন ইজিবাইকের চাকায় হাওয়া দিতে এলে এক পর্যায়ে বিকট শব্দে হাওয়ার ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে। এ সময় পুড়ো এলাকায় ধুয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আশে-পাশের লোক আতঙ্কে ছুটাছুটি শুরু করে। এ বিস্ফোরণে দুই ব্যক্তি মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, ট্যাঙ্কি বিস্ফোরণের ঘটনায় আহত দুই ব্যক্তিকে এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই: জোনায়েদ সাকি 
অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
বুদ্ধিজীবীদের আদর্শের বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা