নিহত এমপি লিটনের আসনে উপ-নির্বাচন ২২ মার্চ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:১২

গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনের সচিব মুহাম্মদ আব্দুল্লাহ্ প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শূন্য হওয়া এই আসনে উপ-নির্বাচনের জন্য আগামী ২২ মার্চ ভোটগ্রহণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহে তফসিল ঘোষণা করা যেতে পারে বলে তিনি জানান।

৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হয়ে সন্ধ্যায় সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

ফলে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :