আজ পোঁনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বনমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১০:৪২

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পোঁনা নদীর ওপর নির্মিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আজ। বিকালে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিকাল ৩টায় ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালিমা চত্বরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন মন্ত্রী মঞ্জু। পিরোজপুর সড়ক বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

বরিশাল-পাথরঘাটা, বরিশাল পিরোজপুর-খুলনা (ভায়া-ভাণ্ডারিয়া) মহাসড়কের থানা সংলগ্ন পোঁনা নদীর উপর ১৯৯ দশমিক ৪০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৮৯ লাখ ৩৪ টাকা।

দক্ষিণাঞ্চলের বহু কাঙ্ক্ষিত এ পোঁনা (নদী) সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সংবাদে মানুষের মাঝে আশার এবং আনন্দের সঞ্চার হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :