মাদারীপুরে কারাবন্দীদের খাওয়ানো হলো শীতের পিঠা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১১:৩৪
অ- অ+

কারো সাজা যাবজ্জীবন, কারো বিভিন্ন মেয়াদে। সবাই এই মাঘের শীতের পিঠা থেকে বঞ্চিত। তাই তো তাদের মাঝে ব্যতিক্রমী আয়োজন করলেন মাদারীপুর কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে শীতে পিঠাপুলি উৎসবের মাধ্যমে জেলে বন্দী পাঁচ কয়েদিকে শীতের পিঠা খাওয়ানো হলো। এতে খুশি কয়েদিরা।

অন্যদিকে বন্দীদের মুখে একটু হলেও হাসি ফুটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ।

মাদারীপুর কারাগারের জেলার দিদারুল ইসলাম দিদার বলেন, শীতের পিঠা থেকে কয়েদিদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ হিসেবে জেল সুপার শহিদুল ইসলামের নির্দেশে শীতের কয়েকরকম পিঠা তৈরি করে বৃহস্পতিবার কয়েদিদের মাঝে বিতরণ করা হয়।

মাদারীপুর জেলা কারাগারে ৪৯৯ জন বন্দী রয়েছে। এসব বন্দী শীতের পিঠা পেয়ে আনন্দিত। আমরাও মানবিক দায়বোধ্যতা থেকে একটু হলেও প্রশান্তি পাচ্ছি।

পিঠাপুলি উৎসবে জেল সুপার শহিদুল ইসলাম, জেলার দিদারুল ইসলাম দিদারসহ জেল কারাগারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় কারাগারের বাইরে আসা বন্দীদের পরিবার জেল কর্তৃপক্ষের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডার নিন্দা ও জাতীয় ঐক্যের আহ্বান ৫৩ বিশিষ্ট নাগরিকের
ওজন-ডায়াবেটিস থেকে ক্যানসার, জিরাপানি জব্দ রাখে আরও বহু রোগ
অভিষেকেই জাঙ্গুর সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 
অবশেষে কিসি কার্টি-আমির জাঙ্গুর জুটি ভাঙলেন রিশাদ হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা