কালকিনিতে স্কুল জাতীয়করণের শিক্ষার্থীদের মানববন্ধন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৩৭ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৩৩

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী স্কুল কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন- স্কুল কমিটির সভাপতি এইচ এম আবদুর রহমান পন্নু, প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ বাড়ৈ, সহকারী প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, শিক্ষক মাজাহারুল ইসলাম, লুৎফুন নেছা, কহিনুর আক্তার, তাসলিমা আক্তার, ফরিদ হোসেন ও জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন রিপন তালুকদার প্রমুখ।

বক্তারা ক্ষোভের সঙ্গে আল্টিমেটাম দিয়ে বলেন, আমাদের বিদ্যালয় জাতীয়করণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :