প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভাইয়ের ইন্তেকাল

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৫২ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৫১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ভাই আবদুর সাত্তার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা নগরীর পাঠানিয়াগোদা মসজিদ প্রাঙ্গণে অনষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে চান্দগাঁও পাঠানিয়োগোদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র মেজ ভাই ও চট্টগ্রাম চান্দগাঁও পাঠানিয়াগোদা নিবাসী বিশিষ্ট সমাজ সেবক আবদুর সাত্তারের মৃত্যুতে মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এবং বাংলাদেশ ওভারসীজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেছেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা