প্রতি জেলায় সাইবারক্রাইম ট্রাইব্যুনাল গঠনের দাবি

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১৪:১১

প্রযুক্তি ব্যবহারের কুফল কমিয়ে আনার জন্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি বন্ধের জন্য এবং সাইবার অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য দেশের প্রতি জেলায় সাইবারক্রাইম ট্রাইব্যুনাল গঠনের দাবিতে বরগুনায় সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

উপকূলীয় উন্নয়ন সংস্থা জাগো নারীর আয়োজনে এবং কানাডিয়ান হাইকমিশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের মাত্রা বাড়ছে দ্রুততার সাথে। ইন্টারনেট ব্যবহারের মাত্রা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের প্রবনতাও। প্রযুক্তি ব্যবহারের যেমন সুফল আছে, তেমনি এর কুফলের মাত্রাও কম নয়।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে নিরাপদ করার জন্য প্রত্যেক জেলায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করা আবশ্যক। তাই দ্রুত সময়ের মধ্যদেশের প্রতিটি জেলা একটি করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন- বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, জেলা টেলিভশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, জাগো নারীর সভাপতি হামিদা বেগমসহ বরগুনায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :