৬০ হাজার টাকায় সন্তান বিক্রি

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১৭:০৯
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে অভাবের তাড়নায় ৬০হাজার টাকায় নবজাতক সন্তান বিক্রির অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পৌর আঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘঠে।

নবজাতকের মা শাহানাজ বেগম ফতেহপুর গ্রামের অলি ছকিদার বাড়ির মৃত বাবুল হোসেনের মেয়ে এবং রাজশাহী জেলার জুয়েল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে ছেলে সন্তানের জম্ম দেয় শাহানাজ। এরপর এলাকার কিছু লোক নবজাতকটি কিনতে আসে। বৃহস্পতিবার সকালে ৬০হাজার টাকার বিনিময়ে পৌর দেওয়ান বাড়ির প্রবাসী হারুনুর রশিদের স্ত্রী নুপুর বেগমের হাতে সন্তানটি তুলে দেয় মা শাহানাহাজ বেগম।

শাহানাজ বেগম বলেন, ‘আমার স্বামী জুয়েল হোসেন মাদকাসক্ত হওয়ায় দুই সন্তান নিয়ে খুব কষ্টে আছি। অভাবের কারণে এবং নবজাতক সন্তানটির ভবিষ্যতের চিন্তা করে স্বামীর আদেশেই বিক্রি করেছি।’

মুঠোফোনে নবজাতকের বাবা জুয়েল হোসেনের সঙ্গে যোগাযোজ করা হলে তিনি বলেন, ‘দুই সন্তানসহ আমার স্ত্রী শাহানাজ বেগম তার বাবার বাড়িতে থাকে। আমি রাজশাহীর বাড়িতে থাকাতে প্রতিমাসে স্ত্রী-সন্তানের খরচের টাকা পাঠিয়ে দেই। সন্তান বিক্রির বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি।’

চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া বলেন, ‘কী কারণে সন্তান বিক্রি করা হয়েছে,তা খোঁজ নিচ্ছি।’

রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া বলেন, ‘সন্তান বিক্রির বিষয়টি জানি না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী অফিসার আবু ইউসুফ বলেন, ‘অভাবের তাড়নায় নাকি পারিবারিক সমস্যার কারণে সন্তান বিক্রি করেছে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :