চট্টগ্রামে আদালতে ভাঙচুর: তদন্তে কমিটি গঠন প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১৭:৫৩

চট্টগ্রামে আদালতের এজলাস কক্ষে ভাঙচুরের ঘটনায় তদন্তে কমিটি করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম তিন সদস্যের এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার এ কমিটি গঠন করেন প্রধান বিচারপতি। কমিটিতে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজকে সদস্য সচিব ও চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুসেইন মোহাম্মদ সাজ্জাদকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটির সদস্য সচিব সাব্বির ফয়েজ জানান, ঘটনা তদন্ত শেষ করে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন প্রধান বিচারপতি।

বুধবার মানবপাচার আইনের মামলার আসামি জামাল উদ্দিন নামের ওই আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর আদালত কক্ষে ভাঙচুর চালায় তার পক্ষের আইনজীবীরা। এ সময় বাঁধা দিতে গেলে তারা পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ পরিস্থিতিতে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া এজলাস ছেড়ে নিজের খাস কামরায় চলে যান। এরপর জেলা আইনজীবী সমিতির নেতা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা বিচারকের খাস কামরায় প্রবেশ করে মিটমাট করার চেষ্টা করেন।

এর পর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে পুনরায় শুনানি হয়। এরপর চার হাজার টাকা বন্ডে ওই আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়।

এই ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি অধস্তন আদালত বা বিচার বিভাগীয় কার্যক্রমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের অধস্তন আদালত বা বিচার বিভাগীয় কার্যক্রম সংশ্লিষ্ট নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে এই সার্কুলারে জারি করা হয়েছে বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এমএবি/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :