মেয়ে হওয়ায় নবজাতককে গলাটিপে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ২২:৫৬

মেয়ে শিশু হিসেবে জন্মগ্রহণ করায় সাভারে নিজ মায়ের হাতে প্রাণ গেল পাঁচ দিন বয়সী এক নবজাতকের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নবজাতকের মা অঞ্জনা ও বাবা শ্রী গৌরাঙ্গকে আটক করেছে না পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহত নবজাতকটির স্বজন ও প্রতিবেশীরা জানায়, প্রায় পনের বছর আগে পেশায় কামার শ্রী গৌরাঙ্গের সঙ্গে বিয়ে হয় অঞ্জনার। এরপর থেকেই তারা ব্যাংক কলোনি মহল্লায় থাকতেন। বিয়ের তিন বছর পর তাদের একটি মেয়ে সন্তান হয়। এর আট বছর পর আবারও তাদের দ্বিতীয় মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে। কামার শিল্পের কাজে তেমন কোনো আয় না থাকায় গৌরাঙ্গ ও অঞ্জনার সংসারে অভাব অনটন লেগেই থাকতো। মনে মনে এই দম্পতি একটি ছেলে সন্তান চাইছিলেন অনেক আগে থেকেই। কিন্তু তৃতীয় সন্তানও মেয়ে হয়।

এলাকাবাসী জানান, তিনটা মেয়ে সন্তান হওয়ার পরেও ছেলে সন্তানের আশায় আবারও সন্তান নেয়ার ইচ্ছা করেন অঞ্জনা। কিন্তু এবারও মেয়ে সন্তান হয়। গত পাঁচদিন আগে তাদের চতুর্থ মেয়ে সন্তানের জন্ম হয়। ছেলে সন্তানের আশা পূরণ না হওয়ায় বাবা গৌরাঙ্গ রেগে বাড়ি ছেড়ে চলে যান। স্ত্রী অঞ্জনাও ক্ষিপ্ত হয়ে উঠেন নবাজাতকের উপর। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে ঘরের ভেতরে তার পাঁচ দিন বয়সী নবজাতককে গলা টিপে হত্যা করেন অঞ্জনা। খবর পেয় সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান মিয়া ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নবজাতকের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :