আজীবন ‘আইএফআইসি সম্মাননা’ পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ২৩:২৬ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ২২:৫৯

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে আজীবন সম্মননা পুরস্কার দিয়েছে আইএফঅাইসি ব্যাংক লিমিটেড।

ব্যাংকটির চল্লিশ বছর পূর্তি ও সাহিত্য পুরস্কার-২০১৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে আইএফআইসি ব্যাংক ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবদুল্লাহ আবু সায়ীদের হাতে ৪০লাখ টাকার চেক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

এছাড়া সৃজনশীল সাহিত্যের স্বীকৃতি স্বরূপ আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৫ পেয়েছেন কবি অসীম সাহা ও ওয়াসি আহমেদ।

'ম- বর্ণের শোভিত মুকুট' গ্রন্থের জন্য অসীমসাহা এবং 'তলকুঠুরির গান' গ্রন্থের জন্য ওয়াসি আহমেদকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার হিসেবে প্রত্যেককে ৫ লাখ টাকা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও বিশিষ্ট কবি কামাল চৌধুরী, বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমানএফ রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ারসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা।

‘বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে বড় পুরস্কার হলো আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মন্ত্রী বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার হলো এটা। আমার মনে হয় আজকের এই সাহিত্য পুরস্কার অনুষ্ঠান দুটির আলাদা অুনষ্ঠান করার উচিৎ ছিলো। এর মধ্যে একটি হতে পারতো অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের আজীবন সম্মাননা নিয়ে, আরেকটি হতে পারতো সাহিত্য পুরস্কার-২০১৫ কে নিয়ে।

মন্ত্রী পুরোনো দিনগুলোর কথা স্বারণ করে বলেন, আইএফআইসি ব্যাংকের আজ ৪০ বছর পূর্তি, আরেকটু হলে আমার সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের পরিচয় ৪০বছর হতো। সর্বপ্রথম ১৯৭৭ সালে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। তিনি মানুষ গড়ার কারিগড়। তার আপ্রাণ চেষ্টায় ছোট দুটি ঘর থেকে আজ বিশ্বসাহিত্য কেন্দ্র বিস্তার লাভ করেছে। এখন বিশ্বসাহিত্য কেন্দ্র আমাদের দেশের পূজনীয়।

‘লেখক পুরস্কারের জন্য লিখে না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, তারপরও পুরস্কার পেলে ভালো লাগে । এতে লেখার উৎসাহ বাড়ে।

তিনি বলেন, আমি জীবনে কিছু পুরস্কার পেয়েছি। পুরস্কার পেলে আন্দন লাগে। কাজেও গতি বাড়ে।

অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ও আইএফআইসি ব্যাংকের কর্তৃপক্ষের ফল প্রসু ও দীর্ঘজীবন কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/প্রতিনিধি/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :