জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিসিএস ক্যাডারদের মিলনমেলা

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৭, ১৭:৪৮

‘অটুট বন্ধনে আমরা জবিয়ান’ এই স্লোগানকে সামনে রেখে ৩৫তম বিসিএস পরীক্ষায় ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা ও সৌহার্দ্য বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতাই প্রমাণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান অন্যতম। শুধু বিসিএস নয় বাংলাদেশের প্রতিটির প্রতিযোগিতামূলক পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক ভালো।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পছন্দ করা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান দ্বিতীয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মত সুযোগ-সুবিধা পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পছন্দের তালিকায় প্রথম স্থান অধিকার করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল প্রমুখ।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :