চট্টগ্রামে প্রবাসীকল্যাণ মন্ত্রীর ভাইয়ের দাফন সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:৩৬

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির মেজভাই আবদুর সাত্তারের জানাজা শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের চান্দগাঁও পাঠানিয়াগোদা নূরানি মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হয়।

জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা হয়।

জানাজা ও মোনাজাতে অংশ নেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ও চিকিৎসক নেতা ডা. শেখ শফিউল আজমসহ অনেক রাজনীতিবিদ ও বিভিন্ন স্তরের লোকজন।

আবদুর সাত্তার গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম সাত্তার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/আইকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা