পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে রোড শো

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৭, ২২:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে জনগণকে সচেতন হতে রাজধানীতে রোড শো করেছে ‘ঢাকা ক্লিন’ নামে নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বিকাল চারটার দিকে ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ ব্যানারে সংগঠনটি রোড শো করে। এ সময় তারা রাজধানীর কয়েকটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালায়।

কারওয়ান বাজারের ‘সার্ক ফোয়ারা’র সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিভাবে রোড শো শুরু হয়। এর নেতৃত্ব দেন ‘ঢাকা ক্লিনে’র প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন মিলন।

আধা ঘণ্টাব্যাপী রোড শোতে প্রায় দুই হাজার স্কুল কলেজ পড়ুয়া স্বেচ্ছাসেবক অংশ নেন।

এ সময় সংগঠনটির সমন্বয়ক মিলন বলেন, ‘একদল তারুণ্যের নাম ঢাকা ক্লিন। যারা যেখানে সেখানে ময়লা ফেলেন, তাদেরকে সচেতন করার জন্য আমাদের এই আয়োজন।’

বাংলাদেশের সকল মানুষ ঢাকা ক্লিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ায় কাজ করবে বলে শোতে অংশ নেয়া তরুণরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক চিত্রশিল্পী মনিরুজ্জামন রোড শোতে উপস্থিত থেকে জনগণকে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএকে/এমআর)