ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২৩:২০ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৭, ২৩:০২
ফাইল ছবি

ফেনীর সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ভাগিনা কালাম নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি জলদস্যু বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

শুক্রবার রাত সোয়া আটটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভাগিনা কালাম সোনাগাজী থানার দক্ষিণ চরদরবেশ এলাকার আবুল হাসেমের ছেলে।

জানা গেছে, সঙ্গীদের নিয়ে জলদস্যু আবুল কালামের অবস্থান জানতে পেরে রাতে র‌্যাব-৭ এর টহলদল ইতালি মার্কেট এলাকায় যায়। টহলদল ঘটনাস্থলে গেলে জলদস্যুরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে কালাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি শটগান, একটি ওয়ান শুটারগান, ১১টি গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, কালামের বিরুদ্ধে হত্যাসহ ২০টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :