‘প্রথমটি শেষ হলেই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:১৮

রাজবাড়ীর দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, পদ্মা সেতুর কাজ সম্পন্ন হওয়ার পরপরই দ্বিতীয় এই সেতুর কাজ শুরু হবে।

শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পোড়লিয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসী কয়েক কোটি মানুষের দীর্ঘদিনের দাবি পদ্মা সেতু। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে মাওয়া-জাজিরা পয়েন্টে নির্মিত হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ২০১৮ সালের শেষ দিকে এই সেতুটি দিয়ে গাড়ি চলাচল করবে বলে আশা করা হচ্ছে। তবে ফরিদপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষের দাবি হলো পাটুরিয়া-দৌলতদিয়ায় একটি সেতুর। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোর সব অপচেষ্টা রুখে দিয়ে পদ্মা সেতুসহ সব উন্নয়নকাজ শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে।’ দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া কেউ রুখতে পারবে না বলে মনে করেন মন্ত্রী।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দেশ এখন আর আগের মতো কোনো রাষ্ট্রের কাছে হাত পাতে না। প্রয়োজনে অন্য রাষ্ট্রকে সাহায্য করার সামর্থ্য আমাদের হয়েছে।’

দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে ভালো। বিএনপি-জামায়াতের সময় দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারতো না। এখন নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যসহ সবধরনের কার্যক্রম দেশবাসী চালাতে পারছে।’

কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেসন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবুল চন্দ্র সাহা প্রমুখ।

এর আগে মন্ত্রী সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নের দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত তিন তলা স্কুলভবন উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :