কুড়িগ্রামে বিভিন্ন সীমান্ত থেকে ৩২টি ভারতীয় গরু আটক

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:৩০

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

শনিবার ভোররাতে অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়।

বিজিবি জানায়, ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২২টি গরু আটক করেছে বিজিবি।

শালঝেড় বিওপির নায়েক মোঃ আলাউদ্দীন এর নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

শনিবার সকাল ৬টায় মেইন পিলার ৯৮৮ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ধলডাংগা নামক স্থান হতে বিজিবি টহলদল ভারতীয় ২২টি গরু জব্দ করে।

অপরদিকে পাথরডুবি বিওপির হাবিলদার মোঃ নিয়ামত হোসেন এর নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল ভোর ৪টা ২০ মিনিেিট মেইন পিলার ৯৬০ এর ৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিদ্দিকের মোড় নামক স্থান হতে ভারতীয় ৫টি গরু আটক করে। এছাড়াও ময়দান বিওপির নায়েব সুবেদার মোঃ কোরবান আলীর নেতৃত্বে ভোর ৪টায় মেইন পিলার ৯৭৫ এর ৮ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বাশজানি নামক স্থান হতে ভারতীয় ৫টি গরু আটক করে।

আটককৃত ৩২টি গরুর সিজার মূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাকির হোসেন বলেন, আটককৃত গরু কাস্টমসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামে উঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :