নড়াইলে গ্রামীণ খেলায় মুগ্ধ দর্শকরা

ফরহাদ খান, নড়াইল
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:৩১

নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলায় ঘোড়াগাড়ির দৌঁড়, লাঠিখেলা, আর্চারি, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল, দঁড়িটানা, কুস্তি, ষাঁড়ের লড়াই ও হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মেলার বিভিন্ন সময়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে প্রতিযোগিতামূলক এসব খেলা অনুষ্ঠিত হয়।

বিজয়ীদের মাঝে টেলিভিশন, প্রেসারকুকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন পুরস্কার প্রদান করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা ইউছুফ আলী প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা উপ-পর্ষদের সদস্য তরিকুল ইসলাম শান্ত জানান, সাত দিনব্যাপী সুলতান মেলায় আর্চারি, নড়াইল বনাম যশোর দলের (ছেলে) ভলিবল খেলা, মেয়েদের কাবাডি ও হ্যান্ডবল খেলা, ১৪টি দলের দঁড়িটানা, ঘোড়াগাড়ির দৌঁড়, লাঠিখেলা, কুস্তি, ষাঁড়ের লড়াই এবং ১৬ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা হয়েছে। ঘোড়াগাড়ির দৌঁড় প্রতিযোগিতায় ৩৫টি গাড়ি অংশ নেয়।

এদিকে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিয়াল যুব সংঘের তরুণ-তরুণীদের লাঠি খেলার বিভিন্ন নৈপুর্ণ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। এছাড়া মনোমুগ্ধকর গ্রামীণ খেলাগুলো হাজারো দর্শক বিকেল থেকে রাত অবধি উপভোগ করেন।

উপস্থাপনা উপ-কমিটির সদস্য মুন্সি আসাদুর রহমান জানান, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ সুলতান মেলায় চিত্রপ্রদর্শনী, স্থানীয় ৩১টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে গান, নাচ, নাটক, আবৃত্তি পরিবেশন করা হয়।

এছাড়া কবিগান করেন রওশন আলী ও কৃষ্ণকান্ত সরকার এবং জারিগান রওশন আলী ও দিদারুল ইসলাম।

চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্রসহ জাতীয় পর্যায়ের শিল্পীরাও গান পরিবেশন করেন।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ উপভোগ করেন। স্টলগুলোতে বিভিন্ন পণ্যের বেচাকেনা জমে উঠে।

এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, সুলতানের কর্মময় জীবনের ওপর আলোচনা ছাড়াও নড়াইলের গুণীজন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, নৃত্যশিল্পী উদয় শংকর, সেতারবাদক রবি শংকর, ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত, কবিয়াল বিজয় সরকার, জারিসম্রাট মোসলেম উদ্দিন এবং সুরকার কমল দাশগুপ্তের জীবনালেখ্য সম্পর্কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে মেলা শেষ হবে।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের ‘সুলতান মঞ্চ’ চত্বরে সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :