শেখ হাসিনা গরিব-দুঃখীর অভিভাবক: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক। এই কারণেই তিনি সারাবিশ্বে পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়া রহস্য বিশ্ববাসী এখন আগ্রহের সাথে জানতে চায়। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে তার আদর্শ অনুসরণ করে কাজ করতে হবে।’
শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড় বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এ সময় ২৫০টি কম্বল অসহায় ও গরিবদের মাঝে বিরতণ করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বিল্লাল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদন্নাহার লাইলী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন