শীতলক্ষ্যায় পাওয়া গাড়ির মালিকের খোঁজ মেলেনি

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৭, ২০:৪৩

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া প্রাডো গাড়ির মালিকের নাম পরিচয় পাওয়া গেলেও তার খোঁজ পায়নি পুলিশ। ঠিকানাটি ভুয়া বলে মনে করছে পুলিশ।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক ঢাকাটাইমসকে জানান, বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর বাজার সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে (ঢাকা মেট্টো ঘ-১১-২০২৯) নম্বরের প্রাডো গাড়িটির সন্ধান পান স্থানীয় কয়েকজন জেলে। তাদের দেয়া খবরে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, গাড়িটি ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় থেকে রিনা বেগমের নামে একজনের নামে রেজিস্ট্রেশন করা। এতে লেখা আছে ওই নারীর বাবার নাম আব্দুর রউফ এবং ঠিকানা রাজধানীর মিরপুর-২ এর ২/এইচ/ ৯/১৪ নম্বর বাড়ি। তবে শুক্রবার পুলিশ ওই ঠিকানায় গিয়ে কাউকে পায়নি। তাই ঠিকানাটি ভুয়া বলে মনে হচ্ছে।

ওসি আরও জানান, গাড়ির ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে ২০০৬ সালের ১২ ডিসেম্বর। সবশেষ ১৯৯৯ সালের ১৩ জুলাই গাড়িটির ট্যাক্স টোকেন করা হয়।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :