ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, অভিযানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২১:৫২ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৭, ২১:০৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ কলেজের আবাসিক ভবনগুলোতে অভিযান চালাচ্ছে।

শনিবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ক্যাম্পাসে অভিযান চালায়। রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের অভিযান চলছিল। দেশি অস্ত্রশস্ত্রসহ ২০/২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজ ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ক ঢাকাটাইমসকে বলেন, শুনেছি ঢাকা কলেজের আশেপাশে চাঁদাবাজি নিয়ে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

চাঁদাবাজি নিয়ে সংঘর্ষের কথা স্বীকার করেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নুরে আলম রাজুও। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘ঘটনার সময় আমি ক্যাম্পাসে ছিলাম না। মূলত চাঁদাবাজির নিয়েই এই সংঘর্ষের সূত্রপাত বলে জেনেছি। বিস্তারিত আমি দেখছি। এখন প্রশাসনের সঙ্গে কথা বলছি।’ তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ছাত্রলীগের এই নেতা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যায় ঢাকা কলেজের দুই শিক্ষার্থী মাসুম ও রাসেল আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন। রাত আটটার দিকে তারা চিকিৎসা নিয়ে চলে যান। এ সময় সাংবাদিকরা তাদের কাছে কিভাবে আহত হয়েছেন জানতে চাইলেও জানাননি।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী ঢাকাটাইমসকে বলেন, ঢাকা কলেজে ছাত্রদের মধ্যে মারামারির খবর শুনেছি। সেখানে আমাদের পুলিশ সদস্য রয়েছে। এখনও অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এএ/এসআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :