দেশের স্বার্থে বিএনপি সঙ্গে সংলাপ নয়: হানিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০১৭, ২১:৪৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপির সঙ্গে সংলাপে বসবে না তার দল। তারা (বিএনপি) ২০১৩ সালে ষড়ষন্ত্র ও মানুষ পুড়িয়ে ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছিল। তারা নিরীহ ২৩০ জন মানুষকে হত্যা করেছে। তাই খুনি খালেদা জিয়ার সঙ্গে কোনো সংলাপ হবে না। আর শেখ হাসিনার সঙ্গে সংলাপ করার মতো যোগ্যতা খালেদা জিয়ার নেই।

শনিবার লক্ষ্মীপুরে এক জনসভায় মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। শহরের উত্তর তেমুহনী মহিলা কলেজ প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

হানিফ বলেন, ‘বিএনপি সরকারের আমলে দেশে ১২৯টি জঙ্গি সংগঠন তৈরি হয়েছে। হরকাতুল জিহাদ, বাংলা ভাইসহ বিভিন্ন নামে এসব সংগঠন তৈরি হয়। বর্তমান সরকার এসব জঙ্গি সংগঠন দমন করতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে চায়। তারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার ষড়ষন্ত্র করছে। তারা ষড়ষন্ত্র করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। দেশের মানুষ শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে।’

বিগত সময়ে বিএনপি দেশকে অন্ধকারে ঢেলে দিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোতে রুপান্তরিত করেছেন বলেও মন্তব্য করেন হানিফ।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় নেতা খোকন পাল।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :