ফেনী আইনজীবী সমিতি নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ জয়

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৭, ০৯:৩৭

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আদালত সংলগ্ন সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ পদের ১০টিতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল জয় পেয়েছে।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল সহ-সভাপতি ও দুটি সদস্য পদ পেয়েছে।

এছাড়া অন্য দুটি পদে সমানসংখ্যক ভোট পাওয়ায় বিজয়ী ঘোষণা করা হয়নি।

রাত ১১টায় নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন সমিতির নির্বাচন কমিশনার সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ আলমগীর চৌধুরী।

জানা গেছে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে এপিপি ফরিদ আহাম্মদ হাজারী ১৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সফিকুর রহমান পেয়েছেন ৯৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের একেএম ফয়জুল হক মিল্কী ১৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোহা. জুলফিকার বকুল পেয়েছেন ৯৮ ভোট।

এছাড়া অন্য পদে বিজয়ীদের মধ্যে সহ-সভাপতি পদে নুরুল ইসলাম ৯৬ ভোট, যুগ্ম-সম্পাদক পদে সৈয়দ আবুল হোসেন ১৫৯ ভোট, মোহাম্মদ মীর মোশাররফ হোসেন মানিক ৭৪ ভোট, অডিটর পদে মো. জামাল উদ্দিন ১৩৫ ভোট, মোহাম্মদ মনির উদ্দিন মিনু ১৩০ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে মো. নোমান চৌধুরী ১২৬ ভোট, আবদুল কুদ্দুছ ১১২ ভোট, সদস্য পদে মো. এনামুল করিম খোন্দকার, গোলাম রব্বানী, বিনোদ বিহারী ভৌমিক, কাজী রবিউল হক রবি জয়ী হয়েছেন।

অপরদিকে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে সহ-সভাপতি পদে শাহাব উদ্দিন আহমদ ৯৮ ভোট, সদস্য পদে সমীর চন্দ্র কর, গোলাম কিবরিয়া ভূঞা নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শৈবাল দত্ত এবং মোহাম্মদ মজিবুর রহমান ১১৬ ভোট, অর্থ সম্পাদক পদে শিব্বির আহম্মেদ ও মো. দেলোয়ার হোসেন ১১৮ ভোট পেয়েছেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/এলএ)