সুরঞ্জিতের এপিএস ওমরের পাঁচ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:৩৭ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ১৩:৩২

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এই দণ্ড দেন।

কারাদণ্ডের পাশাপাশি ওমর ফারুকের এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ড ও মোহাম্মদপুরে তার একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। টাকা না দিলে আরও আড়াই বছরের কারাদণ্ড দেয়ার কথা আদেশে বলা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী আবদুর রশিদ জানান, দুদক আইনের ২৭ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ দণ্ড দিয়েছেন।

২০১২ সালের ৯ এপ্রিল সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার, রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমাড্যান্ট এনামুল হককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ওই বছরের ১৪ আগস্ট রমনা থানায় একটি মামলা করেন দুদকের উপপরিচালক রাশেদুর রেজা বাদী। পরে ঘটনা তদন্ত করে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন। রায় শেষে বিচারক ওমর ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/আরজে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :