ইজতেমা শেষে পাঁচ তারকা হোটেলে বিনামূল্যে আপ্যায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:৩৮ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:০০

হাজার হাজার লোক বাড়ি ফিরছে ইজতেমা থেকে। ফেরার পথে লোক মুসল্লিদের ক্লান্তি দূর করতে চা বিস্কিট দিয়ে আপ্যায়ন করলো নগরীর পাঁচ তারা হোটেল লা মেরিডিয়ান।

সকাল এগারোটা থেকেই রাজধানীর বিমান বন্দর রোডের পাশে টেবিল পেতে খাবার সাজিয়ে তৈরি হয়ে ছিলেন হোটেলের কর্মীরা। ইজতেমা থেকে ফিরে আসার পথে মুসল্লিরা সেখানে কৌতহলের বসে এসে দাঁড়ালে হোটেল কর্মীরা তাদের হাতে তুলে দেন গরম চা, টাটকা বিস্কিট আর নানান রকম ফল ডোবানো বিশুদ্ধ পানি।

লা মেরিডিয়ান কর্মীদের এ আন্তরিকতায় মুগ্ধ হন অনেকেই। বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষও খুশি কেননা তারা মানুষের জন্য কিছু করতে পারছেন। আর দীর্ঘ যাত্রায় একটু বিরতি নিয়ে হলেও মুসল্লিদের এই যে ক্লান্তি দূর করার প্রয়াস এখানেই তারা খুঁজে পেয়েছেন নিজেদের আনন্দ এবং উদ্যোগের স্বার্থকতা।

লা মেরিডিয়ান হোটেলের জি এম আশ্বিনী নায়ার বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি যে কমিউনিটিতে ব্যবসা করছি তার কাছাকাছি যেতে। তাদেরকে আরো আপন করে নিতে। ইজতেমা মুসলমানদের জন্য এতো গুরুত্বপূর্ণ একটা আয়োজন, আমরা সেটাতে আমাদের সাধ্য মতন অংশ নিলাম। এটাই আনন্দের।’

উদ্যোগটি নিয়ে খুবই উচ্ছসিত লা মেরিডিয়ানের পরিচালক আরিফ আহমেদও। তিনি বলেন, ‘আমরা গত কয়েক বছর ধরেই ইজতেমা ফেরত মুসল্লিদের জন্য এ আয়োজনটি করছি। আমাদের তরফ থেকে এ বছর প্রায় পাঁচ হাজার জনকে বিস্কুট, চা আর পানি দিয়ে আপ্যায়ন করেছি। আমাদের ক্ষুদ্র চেষ্টায় কিছু মানুষের যে ক্লান্তি দূর করতে পেরেছি, তাদের বাড়ি ফেরার পথে একটু আনন্দ দিতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :