কর্তৃপক্ষ ছাড়া শ্যামলী পরিবহনের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৭:৩৭ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:৫৮

শ্যামলী পরিবহনের কর্তৃপক্ষ ছাড়া বেআইনিভাবে এ নাম অন্যান্য পরিবহনে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্যামলী পরিবহনের ব্যানার মালিক ছাড়া অন্য যারা ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর চেয়ারম্যানের কাছে করা আবেদনটি দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

শ্যামলী পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও এ আর এম কামরুজ্জামান কাকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

আইনজীবী আলতাফ হোসেন জানান, শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ ছাড়া অন্যরা বেআইনিভাবে এই পরিবহনের নাম ও ব্যানার ব্যবহার করছেন উল্লেখ করে গত বছরের ৫ ডিসেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি আবেদন জমা দেন। পরে ৯ নভেম্বর বিআরটিএর চেয়ারম্যান বরাবরেও আবেদন করা হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় গত ১৭ জানুয়ারি হাইকোর্টে রিট করেন শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ।

আইনজীবী জানান, শ্যামলী পরিবহন ১৯৭৩ সাল থেকে পরিবহন ট্রান্সপোর্ট ব্যবসা করে আসছে। ‍কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এ নামটি ব্যবহার করায় পরিবহনটির সুনাম নষ্ট হচ্ছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :