‘ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২২:৫৪ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ২০:০৯

ব্যবসার পরিবেশ অতীতে কতটা নাজুক ছিল তা বোঝাতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেছেন, ‘অতীতে ব্যবসায়ীরা হাত-পা বাঁধা অবস্থায় ছিলেন। আমরা সে বাঁধন এখন খুলে দিয়েছি।’

রবিবার বিকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) নজিবুর রহমান এবং ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ইউনুসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

বিডা চেয়ারম্যান বলেন, ‘এতদিন পর্যন্ত অর্থনীতিতে যে গ্রোথ রেট বাংলাদেশের হয়েছে সেটার একটা এক্সট্রিম উদাহরণ হলো, হাত-পা বাঁধা মানুষকে যদি বলি তুমি সাঁতার কাটো, তারা যেভাবে সাঁতরাবে আমার মনে হয় বাংলাদেশের ব্যবসায়ীরা এভাবেই অতীতে অগ্রসর হয়েছেন। কিন্তু আমরা এ বাঁধন খুলে দিয়েছি। একজন সাধারণ মানুষ যে শক্তি আছে সেই শক্তি যেন পুরোপুরি কাজে লাগাতে পারে সে লক্ষ নিয়েই আমরা এগোচ্ছি। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করবো।’

আমিনুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তখন আমাদের অর্থনীতিতে গ্রোথ ছিল ৬ শতাংশের কাছাকাছি। এখন আমাদের ৭ শতাংশের বেশি গ্রোথ রেট, আট শতাংশের দিকে যাচ্ছে। কী অবস্থায় যাচ্ছি সেটা দেখতে হবে। আমাদের আইনের মধ্যে অনেক জায়গা আছে যেখানে সংস্কার করলে উন্নতি হবে। নিয়মের মধ্যে অনেক উন্নতির সুযোগ আছে। পদ্ধতির মধ্যে অনেক উন্নয়নের সুযোগ আছে। এগুলো সহজ করলে ব্যবসার পরিবেশ অন্যরকম হবে। আমি মনে করি তখন দেশের গ্রোথ হার ১০ শতাংশের উপরে হলে সেটা হবে ন্যাচারাল গ্রোথ।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়ানোর লক্ষ্যে ব্যবসার পরিবেশ উন্নত করতে কর্মপরিকল্পনা তৈরি করছে বিডা। যা আগামী ৩১ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, দিনব্যাপী ১৮টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে বিনিয়োগ সহজীকরণ বিষয়ে যৌথসভার পর এ সংবাদ সম্মেলন করা হচ্ছে। কিভাবে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছে সেটাও জেনেছি।

আবুল কালাম আজাদ বলেন, ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচকে বাংলাদেশের অবস্থান ডাবল ডিজিটে আনার পরিকল্পনা নেয়া হয়েছে।

বিশ্বব্যাংক গ্রুপের ‘ডুয়িং বিজনেস ২০১৭’ প্রতিবেদনে ব্যবসা করার পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬ নম্বরে। গতবছর এ সূচকে বাংলাদেশের ছিল অবস্থান ১৭৮ নম্বরে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) নজিবুর রহমান বলেন, ‘আগামী ২৫ জানুয়ারি বিডার সহায়তায় একটি সভা করবো আমরা। সেখানে বিনিয়োগবান্ধর পরিবেশ সৃষ্টিতে আমাদের কী করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করবো। বিডাকে সহায়তা করার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো।’

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :