‘আমাকে এখন কেউ ডাকে না’

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৫৪ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ১৬:০৬

শামস সুমন। একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা এবং বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু সম্প্রতিকালে তাকে টেলিভিশন নাটকে দেখা যায় না।

টিভিতে এখন দেখা না যাওয়ার কারণ কি জানতে চাইলে সুমন মুঠোফোনে ঢাকাটাইমসকে বলেন, ‘আমাকে কেউ ডাকে না। তাই অভিনয় তেমন করা হয় না।’ তাহলে এখন কি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি মজা করে বলেন, ‘একটি ট্রেডিং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছি।’

মূলত অভিনেতা শামস সুমন বর্তমানে ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত রয়েছেন। তার অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মধ্যবয়সী শিল্পীদের সম্ভবত প্রয়োজন পড়ে না, তাই নাটকে তেমন ডাক আসে না। মাথায় টাক পড়লে হয়তো বাবা চরিত্রের জন্য ডাক পড়তো। কিন্তু তা তো হয়নি। তারপরও কেউ অভিনয়ের জন্য বললে আমি অভিনয় করি।’

একসময়রে এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননেরও সদস্য। তার অভিনীত চলীচ্চত্রগুলো হলো- মন জানেনা মনের ঠিকানা (২০১৬) কক্সবাজারে কাকাতুয়া (২০১৬) চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমইউ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :