বীরশ্রেষ্ঠ হামিদুরের স্মৃতি ভবন সংরক্ষণে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:১৭

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতি মেমোরিয়াল ভবন সংস্কার ও সংরক্ষণের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ নির্দেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, ঝিনাইদহ জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ছয়জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ভবনের বর্তমান কী অবস্থায় আছে এবং সংরক্ষণে কী ব্যবস্থা নেয়া হয়েছে এর প্রতিবেদন আগামী ২৩ মার্চের মধ্যে দাখিল করতে গৃহায়ন ও গণপূর্ত সচিব, নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।

গত ১৯ জানুয়ারি রহমান মেমোরিয়াল ভবনটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন ‘সমাজের প্রতি যুব উদ্যোগ’ এর পক্ষে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন এবিএম আলতাফ হোসেন, তাকে সহযোগিতা করেন কামরুজ্জামান কাকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি রক্ষার্থে ১৯৮১ সালে এই মেমোরিয়াল ভবন তৈরি করা হয়। কিন্তু ভবনটি এখন জীর্ণদশা। ভবনটির অনেক জায়গায় ভেঙে গেছে। পলেস্টার উঠে গেছে। এই জন্য তার স্মৃতি রক্ষারর্থে রিটটি দায়ের করা হয়েছিল।

আলতাফ হোসেন বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ যারা জাতির জন্য আত্ম বলিয়ান দিয়েছেন তাদের স্মৃতি যদি যথাযথভাবে সংরক্ষণ করা না হয় তাহলে, ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাবে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানাতে বীর শ্রেষ্ঠদের স্মৃতি সংরক্ষণ করা উচিত।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :