শিক্ষককে শিক্ষকদের পিটুনি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:২১ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:০৬

ঠাকুরগাঁওয়ে স্কুলে সহকর্মীদের পিটুনিতে আহত হয়ে এক শিক্ষক হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর উপজেলার দীপশিখা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ক্লাস রুটিন তৈরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক ভবানন্দ পাল।

সোমবার সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। এরপর আহত ওই শিক্ষককে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, তাকে চলতি বছরের শিক্ষকদের ক্লাস রুটিন করার দায়িত্ব দেন প্রধান শিক্ষক অহিদুল হক। তিনি অন্যান্য শিক্ষককে দায়িত্ব বণ্টনের পাশাপাশি প্রধান শিক্ষক অহিদুল হককে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইংরেজি ক্লাসের দায়িত্ব দেন।

প্রধান শিক্ষক এই রুটিন দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং শিক্ষক ভবানন্দ পালকে শার্টের কলার ধরে মারপিট শুরু করেন। এ সময় আব্দুল বাতেন, আনন্দ শর্মা, নজরুল ইসলাম ও কেরাণী মখলেসুর রহমানও তাকে গাছের সঙ্গে বেঁধে মারধোর করেন ।

চিৎকার শুনে পথচারীরা ছুটে এসে ভবানন্দন পালকে উদ্ধার করে। ছাড়া পেয়ে তিনি ঠাকুরগাঁও শহরে ছুটে আসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ নিয়ে অভিযোগ করেন।

খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন মো. শাহরিয়ার বলেন, ‘লাঞ্ছিত শিক্ষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের উপজেলায় ডেকে পাঠান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার বানুর উপস্থিতিতে তার মৌখিক জবানবন্দী গ্রহণ করা হয়। তবে জেলা শিক্ষা কর্মকর্তা না থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহিন আকতার জানান, তিনি জরুরি কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে খবরটি জানতে পেওে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার বানুকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দিয়েছেন।

অবশ্য উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান ঘটনার পর থেকে বিষয়টিকে আপোষ রফা করার চেষ্টা চালান।

ঢাকাটাইমস/২৩জানুয়ারি/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :