নরসিংদীতে ইউপি সদস্য খুন
বাজার থেকে গরুর ভূষি নিয়ে বাড়ি ফেরার পথে মজিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে রায়পুরা উপজেলার অলীপুরা ইউনিয়নের তুলাতলী গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
তিনি রায়পুরা উপজেলার অলীপুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
এলাকাবাসী, নিহতের পরিবার ও বিএনপি সূত্রে জানা গেছে, রায়পুরা উপজেলার তুলাতলী গ্রামের মজিবুর রহমানের সাথে তার আপন চাচাতো ভাই আক্তার মিয়ার নির্বাচন সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। পর পর দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আক্তার মিয়া মজিবুরের সাথে পরাজিত হন। এ নিয়ে আক্তার মিয়া মজিবুরের উপর খুবই ক্ষিপ্ত ছিলেন। কিছুদিন আগে মজিবুর মেম্বার রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরিতে তাকে হত্যার ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। সোমবার দুপুরে মজিবুর মেম্বারের লাশ ময়নাতদন্ত শেষে পুলিশ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের পর দাফন করার পর মামলা দায়ের হবে।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন